হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বছরের উদ্দীপনায় পরস্পরের সহযোগী হয়ে প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখার সংকল্পে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা নতুন বছরকে স্বাগত জানালেন। বর্ষবরণের সবচেয়ে বড় উৎসবটি হয়েছে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্কিং লটসহ সুপরিসর মিলনায়তনে।
এদিন বৈশাখী সাজে সজ্জিত হয়ে বাঙালি নারী-পুরুষ ও শিশুদের ঢল নেমেছিল। আর উচ্ছ্বল জনতার এই সরব উপস্থিতি ঘটে ডাইভার্সিটি প্লাজা থেকে বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে। 'এসো হে বৈশাখ-এসো এসো' গানে শোভাযাত্রা এগিয়ে যায় বেলাজিনো পার্কে। এক পর্যায়ে পার্কসহ পুরো মিলনায়তন বাঙালির প্রাণে প্রাণে ভরে উঠে।
এরপরই মূলমঞ্চে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন হোস্ট সংগঠন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ। এরপর নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, রোকশানা মির্জা, বাপ্পী সোম, রানু নেওয়াজ প্রমুখ। সুরছন্দের শিল্পীরাও সমবেত সঙ্গীত পরিবেশন করে। অতিথি শিল্পী ছিলেন রিজিয়া পারভিন। তার গানে মাতোয়ারা পুরো মিলনায়তনই যেন নাচতে থাকে।
বাঙালি খাদ্য ও পণ্যের স্টলও ছিল উৎসব প্রাঙ্গণে। তবে সবকিছুকে ছাপিয়ে বৈশাখী উৎসব প্রাণবন্ত হয়ে উঠে পান্তা-ইলিশ পরিবেশনের সময়।
ড্রামা সার্কেল নামক একটি সংগঠনের উদ্যোগে বৈশাখ বরণের বর্ণাঢ্য উৎসব হয় কুইন্স প্যালেসে। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে হয়েছে বর্ষবরণ উৎসব। এখানেও বিভিন্ন ধরনের ভর্তা, পিঠা, পান্তা-ইলিশসহ বাঙালি-খাদ্য পরিবেশন করা হয় সকলের মধ্যে।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা