নতুন বছরকে বরণ করে নিতে বাংলাদেশের মতো প্রবাসেও ছিল নানা আয়োজন। সকলের প্রাণের উত্তাপে কাটে শুভ দিনের প্রতিটি প্রহর। আর পূর্ণতার এমন দিনে মিলনের মোহনায় এসে মিশে। বঙ্গাব্দ ১৪২৪-কে বরণ করতে সৌদি প্রবাসীরাও মিলিত হয় শ্যাডো আয়োজিত পহেলা বৈশাখী আনন্দ মেলায়।
শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই মেলা প্রাঙ্গণে সহস্র বাঙালির মিলনমেলায় ফুটে ওঠে প্রবাসের ছোট্ট বাংলাদেশ। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিয়াদ বাংলাদেশ দুতাবাসের মিশন উপ প্রধান মোঃ নজরুল ইসলাম। দুতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শ্যাডোর নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সাত সমুদ্র তেরো নদী পেরিয়েও বাঙালিরা নিজেদের সংস্কৃতি আর বাংলাদেশকে ভুলতে পারে না। তাই সুযোগ পেলেই বুকের ভেতর থেকে বের করে আনে এক টুকরো বাংলাদেশ। সৌদি প্রবাসী বাঙালিরাও এর ব্যতিক্রম নয়। তাইতো রিয়াদ বাংলাদেশ দুতাবাসের সহযোগিতায় বৈশাখী মেলার আয়োজন করে রিয়াদের স্বনামধ্য ইভেন্ট অর্গানাইজার প্রতিষ্ঠান “শ্যাডো”।
রিয়াদের বৈশাখী মেলা শুধুমাত্র একটি সাধারণ মেলাই নয়,প্রতি বছর এ বৈশাখী মেলা পরিণত হয় প্রবাসীদের এক বিশাল মিলন মেলায়। রাজধানী ও তার আশেপাশে বসবাসরত হাজার হাজার প্রবাসী ছুটে আসেন একেবারে নির্ভেজাল বাঙালীদের এই আয়োজনে। ফলে দেখা হয় অনেক পুরোনো বন্ধু-বান্ধবদের সাথেও।
মেলায় বসে হরেক রকমের দেশী খাবারের স্টল সচরাচর ব্যস্ত প্রবাস জীবনে দেশী যে সব সুস্বাদু খাবার চেহারা পর্যন্ত দেখা যায় না পান্তা-ইলিশ থেকে শুরু করে সে সব খাবার মিলে যায় এই বৈশাখী মেলায়। আশেপাশে গোটা এলাকাতে হাঁটলে মনে হবে বাংলাদেশেই আছি।
মেলা আসা প্রবাসীরা জানান,'এটা সত্যিই অসাধারণ আয়োজন। আমি ভীষণ খুশি এখানে আসতে পেরে। বাংলাদেশিদের কর্মদক্ষতা আর মেধা অত্যন্ত প্রশংসনীয়।'
এসব মেলার আয়োজন বৈশাখের অসাম্প্রদায়িক চেতনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালিত্বে একাকার হয়ে যায় প্রবাসীরা। এতে প্রবাসী সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষ উদযাপনের এই বিশাল কর্মযজ্ঞের মিডিয়া পার্টনার ছিল ২৪ঘন্টার সংবাদভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল নিউজ২৪।
এদিকে সৌদি আরবের জেদ্দায় উতসব-আনন্দে পালিত হয় বাঙ্গালীর প্রাণের দিন পহেলা বৈশাখ। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে ৩পর্বের অনুষ্ঠানমালায় ছিলো কনস্যুলেট প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ এবং স্টল উদ্বোধন। জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন ১লা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দের ঐতিহাসিক পটভুমিসহ সংস্কৃতির সাথে এর গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ ১৫ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত