বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব পর্তুগালের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।
পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মাতৃ মনিজেরর ফুড গার্ডেন রেস্তোরাঁয় দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মিজানুর রহমান এর পরিচালনায় এবং সংগঠনের সভাপতি তাহের আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন এবং অধ্যাপক আবু সাইদ।
বক্তব্য দেন রাজিব আল মামুন, সংগঠনের সুমন আহমেদ, মাহবুব সৈয়দ, সরদার আহমেদ রায়হান, শাহীন সায়ীদ, কবি মোরশেদ কমল এবং অধ্যাপক আবু সাইদ প্রমুখ।
অনুষ্ঠানে একুশ নিয়ে স্বরচিত কবিতা আবৃতি করেন কবি মোরশেদ কমল, কবি রায়হান সরদার এবং শাহিন সায়ীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ইকবাল আহমদ ভূঁইয়া, আলম সরদার, হারুন অর রশিদ, আব্দুল আহাদ, আশরাফুল ইসলাম, আজমত উল্লাহ খান প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫২ এর ভাষা শহীদ এবং চকবাজারে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল হাসান।
বিডি প্রতিদিন/ফারজানা