জার্মানির ড্রেসডেন শহরে প্রথমবারের মতো পরম শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করা হল ৫২ এর ভাষা আন্দোলনের সৈনিকদের। অনুষ্ঠানটির যৌথ আয়োজক ড্রেসডেনের বাংলাদেশি কমিউনিটি, সাউথ এশিয়ান এসোসিয়েশন ও ড্রেসডেনের ইন্টিগ্রেশন ও আউসল্যান্ডরবাইরাট।
রবিবার আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা, অস্থায়ী বেদিতে পুস্পার্ঘ্য অর্পণ, শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসময় আয়োজকদের মধ্যে ড. শাহিনুর রহমান ও ড. মাহমুদ হোসেইন বলেন, ৫২ এর ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস ও বাংলাদেশের বৈচিত্র্যময় সমৃদ্ধ সংস্কৃতিকে ড্রেসডেনের গণমানুষের কাছে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।
এতে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. জিনাহসহ আরও অনেকে। সার্বিক তত্ত্বাবধানে ইঞ্জি. সাজ্জাদ, আমান, নিরব, শান্ত, আনিস ও মিসেস রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সৌরভ সরকার, অমৃতা মান্না ঘোষ, জাফরিন রহমান, সানিউজ্জামান শুভ, রামায়নাসহ বিভিন্ন দেশের অসংখ্য শিল্পীবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা