প্রবাসী শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কমিউনিটি নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল। জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা কর্তৃক মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।
সম্প্রতি কুয়ালালামপুরের রিজেন্সি হোটেলের বলরুমে এ সভার আয়োজন করা হয়। জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহ আলম হাওলাদারের উপস্থাপনায় বক্তারা শ্রম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন। এছাড়া মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের সমস্যার কথা প্রধান অতিথির সামনে তুলে ধরেন শ্রমিক লীগের নেতারা।
এসময় আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া শাখা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, হাকিম ভুঁইয়া, আল আমিন ডলার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, মো. জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক তরিকুজ্জামান মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক, রাসেল হাওলাদার, শ্রমিক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কুয়ালালামপুর মহানগর সভাপতি আনোয়ার হোসেন ভুলু, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভুঁইয়া প্রমুখ ।
শ্রম সচিব মো. হেদায়েতুল ইসলাম আরও বলেন, মহান মে দিবসের সঙ্গে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার, স্বার্থ ও কল্যাণ ওতপ্রোতভাবে জড়িত। প্রবাসে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে দূতাবাস কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন ঘটনায় নিহত সকল শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রমিক লীগ ধর্ম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম।