জাপানের কানসাইয়ে প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৫ মে জাপানের ওসাকা শহরের সুরুহাসিতে অবস্থিত মম ক্যাফে এন্ড রেস্টুরেন্টে আলোচনা সভার মাধ্যমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমিনুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাপান আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল আলম ভুট্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপান আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুজ্জামান রোমেল।
আলোচনা সভা শেষে আবু সাদাত মো. সায়েমকে আহ্বায়ক এবং মো. হারুন-অর-রশীদকে সদস্য সচিব করে ২১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় ডা. ওমর ফারুক, ডা. মারুফ হক খান, ডা. মিঠুন কুমার সাহা, ডা. সালমান মাহমুদ সিদ্দিকী রাফসান ও মাহফুজুল করিম।
এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয় মো. আমিনুর রহমান, মো. মাসুদ উল হাসান, মোহাম্মদ আশরাফুজ্জামান, অসীম কুমার সাহা ও মো. হারুন উর রশিদকে।
বিডি প্রতিদিন/হিমেল