পবিত্র রমজান উপলক্ষে কাতারস্থ আলনূর কালচারাল সেন্টারের মাসব্যাপী তালিমুল কোরআন, তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে।
রমজানের প্রথম দিনে দোহাজাদিদের ইবনে হাজম জামে মসজিদে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী পর্বে তাফসির পেশ করেন আলনূর নির্বাহী পরিচালক ও কাতার ধর্মমন্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ নূর।
তিনি বলেন, কোরআন নাযিলের মাসে কোরআনের নিবিড় সান্নিধ্যে আসা একান্ত প্রয়োজন। ফরজ রোজার পর রমজানের অন্যতম বরকতময় আমল হলো তিলাওয়াতে কোরআন । বিশুদ্ধ কোরআন তিলাওয়াত সকল মুমিনের উপর ফরজ।
তিনি আরও বলেন,সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ বাণী আল-কোরআন। বছরের সেরা মাস রমজানে পৃথিবীর শ্রেষ্ঠ নগরী মক্কায় এর অবতরণ আর পুণ্যভূমি মদিনায় এর সফল বাস্তবায়ন।শ্রেষ্ঠ ফিরিশতা জিবরীল এর বাহক, সৃষ্টির সেরা মুহাম্মাদ সা: এর ধারক আর শ্রেষ্ঠ উম্মাহ মুসলিম জাতি এর উত্তরাধিকার। অপরদিকে, রাসুলের ঘোষণা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ মুসলিম হলেন কোরআনের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। অতএব কোরআনের অধ্যয়ন ও অনুসরণে আমরা হবো সর্বশ্রেষ্ঠ, নতুবা নিকৃষ্ট ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুরআন প্রশিক্ষক মাওলানা কারী ইব্রাহিম ও হাফেজ মুস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর