ফ্রান্স বাংলাদেশ সার্বজনীন পূজা পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে রিপন দেবনাথকে সভাপতি, পলাশ পালকে সাধারণ সম্পাদক ও স্বপন সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া কমিটির সদস্যদের নিয়ে প্যারিস থেকে ২৫০ কিলোমিটার দূর নয়নাভিরাম দোভিল সৈকতে এক সমুদ্রভ্রমণের আয়োজন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন দপ্তর সম্পাদক নয়ন দাস, যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সরকার, সহ সভাপতি দশরত পাল, শাওন দাস, বাদল দেবনাথ, বিপুল অধিকারী, উপদেষ্টা রাহুল রতন, প্রশান্ত পাল, স্বপন দাস, সাধন সরকার, সুমন চৌধুরী ও গোবিন্দ সাহা।
বিডি প্রতিদিন/হিমেল