যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। রবিবার সকাল ৫:২০ মিনিটে ৪৫৫টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন ধর্ম প্রাণ মুসলিরা।
এবার সবচেয়ে বড় জামাত কাতারের জাতীয় মসজিদ, বাংলাদেশি অধ্যুষিত এলাকা দোহার ন্যাশনাল, নাজমা,স্টেডিয়াম মাঠ, মাইজার, ওয়াকরা, আলখুরসহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মুসলিম উম্মাহের সুখ শান্তি কামনা করে দোয়া শেষে একে অপরের সাথে কোলাকুলি করেন প্রবাসীরা। অন্যদিকে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ঈদের শুভেচ্ছা জানান কাতার প্রবাসীদের।
প্রতিবারের মতো এবারও মহিলাদের জন্য ৬৭টি মসজিদে আলাদা ঈদের জামাতের অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিপণি বিতান ও বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ান কাতার প্রবাসী বাংলাদেশীরা। এ সময় একে ওপরের সঙ্গে মেতে ওঠেন ঈদ আনন্দে। কাতারের ভিলাজিও মল, কর্নিশ, সিটিসেন্টার, মেট্রোরেল, অ্যাকুয়া পার্কসহ আয়োজিত ঈদ উৎসবে মেতে উঠেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উপলক্ষে শপিং মল ও মার্কেট গুলোর পাশাপাশি বড় বড় বিল্ডিং ও রাস্তার পাশে বর্ণিল সাজে সজ্জিত ছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ