অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হয়েছে। ঈদের প্রধান জামাত ভিয়েনা ইসলামিক সেন্টারে সকাল ৭টায় এবং সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এছাড়া প্রবাসী বাংলাদেশীদের প্রধান মসজিদ বায়তুল মোকারম জামে মসজিদে সকাল ৮ টা, ৯.৩০ এবং ১১ টায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম আবু জাফর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল কবির, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক আহমেদ ফিরোজ, নারায়ণগঞ্জ অস্ট্রিয়া সমিতির সভাপতি এবং অস্ট্রিয়া বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান বকুল, মসজিদ কমিটির সভাপতি আবিদ হোসেন খান তপন, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান খান সুমনসহ প্রবাসী বাংলাদেশিগণ।
বায়তুল মোকারম জামে মসজিদের প্রধান নামাজ পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মওলানা ফারুক আল মাদানী। ঈদের নামাযের খুতবায় পবিত্র ঈদ উল আযহার গুরুত্ব এবং ফযিলত তুলে ধরেন মসজিদের পেশ ইমাম এবং খতীব। পরে বিশ্বের মুসলমানদের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা