নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-র বার্ষিক পথমেলা হবে ২৫ আগস্ট। প্রবাসীদের পদচারণায় মুখরিত সেভেন্টি থ্রি স্ট্রিটে (৩৭ ও ৩৫ এভিনিউর মধ্যে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ‘পথমেলা’য় থাকবে দেশ ও প্রবাসের বরেণ্য শিল্পীদের পরিবেশনার পাশাপাশি মূলধারার রাজনীতিক ও নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়ের ধারাক্রম।
মেলা উপলক্ষে ৮ আগস্ট এখানকার তিতাস রেস্টুরেন্ট পার্টি হলে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত উপস্থাপন করেন মেলা কমিটি ও জেবিবির নির্বাহী কমিটির কর্মকর্তারা।
জেবিবিএ‘র সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম বলেন, মেলা কমিটির প্রধান সমন্বয়ক ফাহাদ সোলায়মানের প্রচেষ্টায় প্রথমবারের মত সেভেন্টি থ্রি স্ট্রিটে মেলা হচ্ছে।
মেলা কমিটির চেয়ারম্যান হারুন ভূইয়া বলেন, এবারও মেলায় বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা অংশ নেবেন। তাছাড়া থাকবে র্যাফেল ড্র।
ফাহাদ সোলায়মান সকলের সহযোগিতা কামনা করে বলেন, মেলায় বাংলাদেশকে উপস্থাপনের পাশাপাশি বাংলাদেশর পণ্য প্রচার এবং সংস্কৃতি তুলে ধরা হবে।
জেবিবিএ‘র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মেলা আয়োজনে সংগঠনের সকল সদস্যের সহযোগিতা চেয়ে বলেন, দীর্ঘদিন থেকে মেলা আয়োজন করে জেবিবিএ নিউইয়র্কে বাংলাদেশকে তুলে ধরছে।
সংবাদ সম্মেলনে হাজির হয়ে স্থানীয় স্টেট এ্যাসেম্বলিওম্যান ক্যাটরিনা ক্রুজের চিফ অব স্টাফ রবিন এনেস তার শুভেচ্ছা বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন মেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ নমিসহ জেবিবিএর কর্মকর্তা কামরুজ্জামান বাচ্চু, শাহজাদা ইলিয়াস, শাহ চিশতি, আবুল কাশেম, সাকিল মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা