পবিত্র উমরাহ পালন করতে সস্ত্রীক সৌদি আরবে আসা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামকে মদীনা প্রিন্স মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা জানিয়েছে কুমিল্লা প্রবাসী এবং আওয়ামী নেতৃবৃন্দ।
রবিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে তাজুল ইসলাম মদীনা বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রিয়াদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। এসময় জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর মোস্তফা জামিল, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ হোসাইন, রিপন, সেলিমসহ স্থানীয় আওয়ামী নেতৃবন্দ।
মদীনা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ বিশ্রাম করে মদীনা হোটেলে আসেন তাজুল ইসলাম। এ রাতেই তিনি মোহাম্মদ (স:) এর রওজা মোবারক জিয়ারত করেন।
পবিত্র উমরাহ পালন শেষে আগামী ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল