বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবদল স্পেন শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) মাদ্রিদের মেহমান খানা রেস্তোরাঁয় আয়োজিত এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
যুবদল স্পেন শাখার সভাপতি রমিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও লন্ডন টাওয়ার হ্যামলেট্স এর সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, স্পেন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেন মনু, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম পংকী, খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, স্পেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এমএইচ সোহেল ভূঁইয়া, যুগ্ম সম্পাদক হেমায়েত খান, সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল প্রমুখ।
স্পেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খান ও সহ-সাধারন সম্পাদক ছানুর মিয়া ছাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় শুভেচ্ছা বক্তব্য দেন স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির রিগ্যান। অন্যান্যে মধ্যে বক্তব্য দেন স্পেন বিএনপির উপদেষ্টা ডা. দুলাল আহমদ, যুক্তরাজ্য বিএনপির সদস্য হাবিবুর রহমান, যুক্তরাজ্য জাসাসের সিনিয়র সহ সভাপতি সৈকত চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির প্রচার সম্পাদক নয়ন ইসলাম, স্পেন বিএনপির সহ সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সোহেল আহমদ সামছু, নাজমুল ইসলাম নাজু, স্পেন যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী জসিম, সাংগঠনিক সম্পাদক ফখরুল হাসান, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ, স্পেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সায়েদ মিয়া, জাকির ইসলাম জাকি, খাইরুল কবির, জাহাঙ্গীর আলম সেলিম, আবু সায়েম, জেন্স শিপার, আসাদ আলী, জাকির চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ