যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন এবং নতুন কমিটির দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতেও জ্যাকসন হাইটসে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
গত এক সপ্তাহ থেকেই এ কর্মসূচি পালিত হচ্ছে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে।
জাতিসংঘের ৭৪তম অধিবেশনে বাংলাদেশের নেতা শেখ হাসিনা নিউইয়র্কে আসার পর সে আন্দোলনে গতি এসেছে।
উল্লেখ্য, ৩ বছরের জন্য গঠিত কমিটির মেয়াদ ৮ বছর অতিক্রম করছে। এ জন্যই নেতাকর্মীরা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির দাবি জানাচ্ছেন। বিদায়ী কমিটির সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপনও করা হয়েছে।
সর্বশেষ বিক্ষোভ-সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা ও বাকসুর সাবেক জিএস মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, নির্বাহী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, শরিফ কামরুল হীরা, কায়কোবাদ খান, সাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন এবং সেবুল মিয়া, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, শেখ হাসিনামঞ্চের সভাপতি জালালউদ্দিন জলিল, শ্রমিকলীগ নেতা মঞ্জুর চৌধুরী, মিজানুল হাসান, আসাফ মাসুক, নাফিকুর রহমান, মাইনুদ্দিন, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম সেলিম, আলাউদ্দিন প্রমুখ।
এ সময় সকলেই ‘শেখ হাসিনার আগমণ-শুভেচ্ছা স্বাগতম স্লোগান ধরেন।
বিডি প্রতিদিন/কালাম