‘এসডিজি অর্জন তথা সমৃদ্ধশালী বাংলাদেশ রচনায় তথ্য-প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক এক মুক্ত আলোচনা তথা চলমান উন্নয়নের গল্প বলা হবে ২৮ সেপ্টেম্বর (শনিবার) পিপলএনটেকের মিলনায়তনে।
রাত ৮টায় নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় (৩১-১০ ৩৭ এভিনিউ, লং আইল্যান্ড সিটি) এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একেএ মোমেন।
মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ।
থাকবেন বাংলাদেশ থেকে আসা সাংবাদিক নেতা বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি ফরিদা ইয়াসমিন। শুধুমাত্র আমন্ত্রিত অতিথির জন্য এ অনুষ্ঠান শেষ হবে রাত ১০টায়। এটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে তথ্য-প্রযুক্তি বিষয়ক ইন্সটিটিউট ‘পিপলএনটেক’র উদোগে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী সকল সাংবাদিকসহ প্রবাসের বিশিষ্টজনরা থাকবেন এ অনুষ্ঠানে।
বিডি প্রতিদিন/কালাম