ইতালির রোমে আনুষ্ঠানিকভাবে বিশ্ব সিলেট উৎসব ইতালি-২০১৯ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
আগামী ২৭ অক্টোবর বিশ্ব সিলেট উৎসব ইতালি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালির সান লিওনে হলে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীম, পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাব্বির আহমদ।
বৃহত্তর সিলেট যুব সংঘের সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার অলিউল ইসলাম ও কমিশনার মাসুক মিয়াসহ অন্যান্য সকল সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলায়ত করেন এসোসিয়েশনের সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন তালুকদার।
বৃহত্তর সিলেটবাসী নারী-পুরুষ শিশু-কিশোরদের নিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিশ্ব সিলেট উৎসব ইতালির মোড়ক উন্মোচন করেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকাসহ বিশ্বের ১৫টি দেশের জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
এছাড়াও ইতালিতে বাংলাদেশ দূতাবাস, রাজনৈতিক সামাজিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বেলী আফরোজ, মামুন, অভিনেতা শাহেদ মোশাররফ, লন্ডন থেকে শতাব্দী করসহ আরও অনেক শিল্পীবৃন্দ।
বিডি প্রতিদিন/কালাম