কুয়েতে সাবাহ আল আহমেদ অঞ্চলে রাস্তা থেকে এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণ করার পর ফাহহিলের একটি অ্যাপার্টমেন্টে ওই বাংলাদেশিকে মারধর করা হয়। জানা যায়, কোন নথিতে স্বাক্ষর করতে এই ঘটনা।
এ ব্যাপারে ফাহহিল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সন্ধ্যান করছে প্রশাসন। ওই প্রবাসীর পরিচয় জানা যায়নি এখনো।
অপহরণকারীরা ওই বাংলাদেশিকে অপহরণের পর জোর করে গাড়িতে তুলে অন্য জায়গায় নিয়ে যায়। এরপর গাড়ি থেকে ধাক্কা মেরে বের হরে ওই অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সূত্র: দৈনিক আল-রাই /আরব টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা