রোম মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোম মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র নেতা মাসুদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ও দলের সিনিয়র নেতা মজিবর রহমান মুজিবের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার প্রমুখ। সভায় ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে মেয়াদোত্তীর্ণ সকল ইউনিটের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য। অথচ ইতালি আওয়ামী লীগ তিন বছরের কমিটি প্রায় আট বছর হয়েছে। নেতৃবৃন্দ সম্মেলন দিতে গড়িমসি করছেন, যাহা নেতকর্মীদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সঞ্চার করেছে।
বক্তারা সকলে আগামি দিনে ইতালি আওয়ামী লীগের পাশে থেকে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় আরও বক্তব্য দেন, রোম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব রহমান, সাবেক ছাত্রনেতা ইব্রাহীম হোসেন, আবু হানিফ আজাদ, সাবেক ছাত্রনেতা মো. বিপ্লব হোসেন, মন্তাজ আলী খান তুহিন, সাবেক ছাত্রনেতা সিকদার রুহেল, আবু বকর সিদ্দিক, ফজলুর রহমান প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বিল্লাল হোসেন কালাম, কাজী শফিকুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।
এ দিকে ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আরও বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের অনুষ্ঠান ইতালি আওয়ামী লীগের আলাদা ব্যানারে কেক কাটা এবং দোয়া ও মিলাদের আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা
'ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে, কাউকে ছাড় দেয়া হবে না'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি ও ক্যাসিনো ব্যবসার সাথে যারা জড়িত, তাদের কাউকে ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে, তারা আওয়ামী লীগ কিংবা অন্য দলের অথবা পুলিশ প্রশাসনের হলেও কাউকে ছাড় দেয়া হবে না।
শুক্রবার সকালে সিলেটে সড়ক জোন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, মহাসড়কে করিমন, নসিমনসহ তিন চাকার যান চলাচল বন্ধে কাজ চলছে। এ যানের আমদানি বন্ধ করতে একাধিক চিঠি দিয়েছি। এছাড়া নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করার ব্যবস্থা নিতে আগে থেকেই প্রশাসনকে বলে রাখা আছে। ফান্ডিংয়ের অভাবে আগে থেকে কাজ শুরু করা যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা