লিসবনের বায়তুল মোকারম জামে মসজিদ রক্ষায় পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত মাতৃমনিজের স্থানীয় কাজা দো কবিলা হলরুমে প্রবাসী বাংলাদশিদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিবাদ সভায় যোগ দেয় লিসবনের সকল স্তরের প্রবাসী বাংলাদেশি।
বায়তুল মোকারম জামে মসজিদ লিসবন রক্ষায় কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে প্রবাসীদের ইতিবাচক ভূমিকা গ্রহণ ও পালনের উপর প্রতিবাদ সভার পর্তুগালের প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী লিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ব্যবসায়ী রাজনীতিবিদ আবুল বাশার বাদশা, বায়তুল মোকারম জামে মসজিদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শিকদারের পরিচালনায় অনেকেই বক্তব্য রাখেন। এতে প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর তসলিম উদ্দিন রানা। আরও বক্তব্য রাখেন পর্তুগালের প্রবীন কমিউনিটি নেতা ওলিউর রহমান চৌ., সোহেব মিয়া, শাহজাহান মিয়া, আলম সরদার, আব্দুল হাই, আবদুস সামাদ, মোহাম্মদ লাবলু মিয়াসহ পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল বিএনপি, ইসলামিক ফোরাম, পর্তুগাল ছাএলীগ, বৃহওর নোয়াখালী অ্যাসোসিয়েশন, বৃহওর ফরিদপুর সমিতি, সুনামগঞ্জ জেলা সমিতি, হবিগঞ্জ অ্যাসোসিয়েশন, বিরিয়ানির বাজার কল্যান ট্রাস্ট, বালাগঞ্জ ওসমানী নগর সমিতি, সিলেট যুব ফোরাম, সিলেট ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ফরহাদ মিয়া নামের এক ব্যক্তি রাজনৈতিক পরিচয়ে প্রবাসের বুকে বিভিন্ন সময় কমিউনিটির বিভিন্নজনকে নানাভাবে বিভ্রান্ত করে এবং কমিউনিটিতে বিভক্তি তৈরির মাধ্যমে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা চালায়, সিলেটের মানুষের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ষড়যন্ত্রে নেমেছেন লিসবনের বায়তুল মোকারম জামে মসজিদ নিয়েও। তার বিষয়ে সবাইকে সতর্ক করতে লিবসনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক