ভিয়েনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিয়ে দুইদিনের সফরে গত ২৬ সেপ্টেম্বর রাতে ফ্রান্স এয়ারলাইনসে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
এসময় বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আকতার হোসেন, শামছুল ইসলাম, একেএম সওকত আলী, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সুজন, আইন বিষক সম্পাদক মাহবুব খান সামীম, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরোজ, গাজী মোহাম্মদ, উৎপল বিশ্বাস বাবু, বিপ্লব সরকার, অষ্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক নয়ন হোসেন, সদস্য সচিব সাঈদ শেখ, যুগ্ম-আহবায়ক বিলাল হোসেন, সদস্য জুয়েল ঢালি প্রমুখ।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মো: আবু জাফর, কাউন্সেলর ও দূতালয় প্রধান রাহাত বিন জামান।
বিডি প্রতিদিন/হিমেল