চিকিৎসার স্বার্থে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ। পৃথকভাবে বিবৃতিতে তারা বলেছেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে-এটি এখন আর গোপন কোনো বিষয় নয়। কারাগারে মানসিক যন্ত্রণায় থাকায় তার চিকিৎসা ঠিকমত হবে না। তাই তাকে পছন্দের চিকিৎসকের শরণাপন্ন হওয়ার স্বার্থে মুক্তি দেয়া হোক। এটি একজন নাগরিকের মৌলিক অধিকার।’
বিবৃতি প্রদানকারীরা হলেন- বিএনপি নেতা ও মার্কিন ডেমক্র্যাটিক পার্টির সংগঠক আকতার হোসেন বাদল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, নিউইয়র্কে বসবাসরত যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ আবু তাহের, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা প্রমুখ।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অবিলম্বে নতুন নির্বাচন দাবিতে গত সপ্তাহে জাতিসংঘের সামনেও বিএনপির নেতা-কর্মীরা র্যালি করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম