বাহরাইনে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।বাহরাইনস্থ বাংলাদেশ হিন্দু মহাজোটের উদ্যোগে ৪ অক্টোর স্থানীয় সময় রাত ৮ টায় স্থানীয় আল জিজনিয়া এলাকায় বাংলাদেশ দূতাবাস সংলগ্ন সুইমিংপুলে অনুষ্ঠিত হয় উৎসবটি।
প্রতিদিন দুপুর একটা ৩০ হতে রাত ১০ টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব। উৎসবটি উদ্বোধন করে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম। লেবার কাউন্সিলর( শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তারা পূজা মণ্ডব ও উৎসবস্থল পরিদর্শন করেন।
নানা আয়োজনের মধ্যে নব প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতি, জাতীয় সত্তাকে তুলে ধরতে নানাভাবে সজ্জিত করেছে পূজামণ্ডব।
হিন্দু মহজোটের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী-সুকুমার যিশু হিন্দু রত্ন,বর্তমান সভাপতি বকুল সূত্রধর,পূজা কমিটির সভাপতি অভিনাশ পাল, সাধারণ সম্পাদক দুলাল দাস ও হিন্দু মহাজোটের সিনিয়র যুগ্ন মহাসচিব বিষ্ণু পদদেব হিন্দু সম্প্রদায় ও মহাজোটের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা ষষ্ঠীতে সবাইকে শূভেচ্ছা ও অভিনন্দন জানান। উৎসব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
এসময় শুভেচ্ছা ও আলোচনায় বক্তব্য রাখেন বাহরাইনস্থ বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আওয়ামী লীগের সভাপতি শাহজালাল, মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক আদুল মতিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কায়েস আহম্মেদ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন, আওয়ামী যুবলীগের সভাপতি মজিবুর রহমান, বি এফসির বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (বাংলাদেশ করিডোর) মো. সবুজ, সুনামগঞ্জ জেলা পরিষদের সভাপতি আব্দুল খালেক মানিক মিয়া, জলালাবাদ সোসাইটির সভাপতি আকতার হোসেন কাঁচা মিয়া, এন টিভির বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন, সাংবাদিক সম্রাট নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার