মহা ধুমধাম ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ইতালির রাজধানী রোমের চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৭ অক্টোবর সোমবার ছিল উৎসবের চতুর্থ দিন অর্থাৎ মহানবমী। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাটিকা ও পূজাপর্বনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে মাহ নবমীর অনুষ্ঠান। আজ রোমের স্থানীয় সময় মঙ্গলবার বিজয়া দশমী।
ইতালির রাজধানী রোমে এবার হিন্দু পূজা উদযাপন পরিষদ ও ওম হিন্দু ইন্টারন্যাশনাল সোসাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে দুইটি মণ্ডপে এবার অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা।
এ বছর ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় চোখে পড়ার মত। অষ্টমীতে পুজাম পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, নবমীর দিন ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজীসহ ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি খান রিপন ও সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন এ সময় পূজামণ্ডপে উপস্থিত ছিল।
বিডি-প্রতিদিন/শফিক