বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৈজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরে বিজনেস চেম্বারের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড.এম এ রাহীম। তিনি ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ওবায়দুল কাদেরের শারীরিক খোঁজ খবর নেন।
ওবায়দুল কাদের সিঙ্গাপুরে বিজনেস চেম্বারের সভাপতিকে বেশ কিছু দিক নির্দশনা প্রধান করেন। এম এ রাহীম সিঙ্গাপুরে বিজনেস চেম্বারের আগামি দিনের পরিকল্পনা তুলে ধরেন এবং সিঙ্গাপুরে রপ্তানি পণ্যগুলোর প্রচার করা এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সর্বাত্বক সহযোগিতা কামনা করেন। সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর বিজনেস চেম্বারকে সবধরনের সহযোগিতা ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রনালয়ের সাথে আলোচনার মধ্যমে সহযোগিতার আশ্বাস দেন ওবায়দুল কাদের।
এই সময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিজনেস চেম্বারের সদস্য মোস্তাফিজ বিল্লা সিরাজী, বাংলাদেশ আওয়ামী লীগ সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা