ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরা মানববন্ধন করেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলা টাউন হিসেবে খ্যাত ডেনফোর্থে বিপুল সংখ্যক বাংলাদেশি কানাডীয়ান ব্যানার, ফেস্টুন নিয়ে এই মানববন্ধনে অংশ নেয়।
বুয়েট এলামনাই এসোসিয়েশন অব কানাডার ডাকে এই মানববন্ধনে কমিউনিটির বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া উদীচী কানাডা, পিডিআই এতে অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা আবরার হত্যার দ্রুত বিচারসহ দেশের শিক্ষাঙ্গনগুলোতে নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টির জন্য আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ