ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি ইদ্রিস ফরাজী ও সাবেক সাধারণ সম্পাদক হাসান ইকবালকে বহিষ্কার করেছে ইতালি আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী পরিষদ।
১২ অক্টোবর সংগঠনের সভাপতি জাহাঙ্গীর ফরাজী ও সাধারণ সম্পাদক এম এ রব মন্টিুর বরাত দিয়ে দপ্তর সম্পাদক জি আর মানিকের স্বাক্ষর সম্বলিত এক প্রেস বিজ্ঞতিতে তাদের এ বহিস্কারাদেশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কতিপয় অভিযোগ উল্লেখ করে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারা আরো জানান, খুব শীঘ্রই সংবাদমাধ্যমকে বিস্তারিত অবহিত করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার