বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে বাহরাইনে দোয়া ও আলোচনা সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার (১১-অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৭-টায় রজধানী মানামায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাহরাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম সোহাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা মীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সিনিয়র যুগ্ন সম্পাদক গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, এস রাজু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাড়া ফেনী জেলা ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ,সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম,প্রচার সম্পাদক আব্দুর রহমান, সহ-প্রচার সম্পাদক মিজান, নয়ন উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে বেগম জিয়ার কারা মুক্তি দাবি করেন। এ সময় রোগ মুক্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন আল মামুন।
বিডি প্রতিদিন/এ মজুমদার