চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মনিরউদ্দিন ব্যক্তিগত সফরে কানাডার টরেন্টোতে অবস্থান করছেন। প্রিয় শিক্ষককে কাছে পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। প্রিয় শিক্ষকের সাথে শিক্ষার্থীদের প্রাণবন্ত এক আড্ডা শহরের মদিনা গ্রীল রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ছাড়াও চাকসুর জিএস আজিমউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
অধ্যাপক মনিরউদ্দিনকে ঘিরে সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিতে মেতে ওঠেন। আলোচনায় অধ্যাপক মনিরউদ্দিনের নেতৃত্বে রসায়ন বিভাগে সেশনজট শূন্যে নামিয়ে আনায় গ্র্যাজুয়েটরা অধ্যাপক মনিরউদ্দিনকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/ফারজানা