স্পেনের মাদ্রিদে বাংলাদেশি মানবাধিকার সংস্থা ‘ভালিয়ান্তে বাংলা’ এর উদ্যোগে কর্মহীন ও বিপাকে পড়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
৭ মে বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস সংলগ্ন বাংলাদেশি মসজিদ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণকালে স্পেনের মূল ধারার রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘ভালিয়ান্তে বাংলা’ এর সভাপতি মো. ফজলে এলাহী বলেন, করোনাভাইরাস প্রকোপে কর্মহীন হয়ে পড়া এবং অবৈধভাবে যেসব প্রবাসী বাংলাদেশি রয়েছেন, জরুরি অবস্থায় যাদের আয়ের কোন উৎস নেই, তাদের জন্য ভালিয়ান্তে বাংলা সংগঠন একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন বলেন, মাদ্রিদে ভালিয়ান্তে বাংলা’র সার্বিক তত্ত্বাবধানে এবং কমিউনিটির সহযোগিতায় করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকেই আমরা তালিকা করে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। তৃতীয় দফায় বিতরণ কার্যক্রম চলছে এবং পরবর্তীতে অবস্থার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় ‘ভালিয়ান্তে বাংলা’ এর পক্ষ থেকে চাল, ডাল, ছোলা, আলু, পেঁয়াজ, তেল, ডিম, চিনি, লবণ, দুধসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
ভালিয়ান্তে বাংলার খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেনের মূল ধারার রাজনৈতিক দল মাছ পাইস (এমপি) এর নেতা এবং মাদ্রিদ সিটি কর্পোরেশনের কাউন্সিলর রিতা মায়েস্ত্রে ফেরনান্দেজ, কাউন্সিলর খর্খে গার্সিয়া কাস্তানিও, মাস মাদ্রিদ পরিচালক এরিখ জনসন, রেড সলিদারীদাদ এর নিনেস, রেড ইন্টার লাভাপিয়েস এর পেপা তররেস, মাইতি, পিলার প্রমূখ।
এছাড়াও স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রাক্তন সভাপতি আল মামুন, প্রাক্তন সহ সভাপতি জাকির হোসেন, গ্রেটার সিলেট অ্যসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বার, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালিক, অর্থ সম্পাদক হারুনুর রশিদ প্রমূখ।
ভালিয়ান্তে বাংলার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুলহাস, আল-আমীন, মো. শাহ আলম, মকবুল হক, ফয়সাল প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন