টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ৪ মে গভীর শ্রদ্ধার সাথে আলতাব আলীকে স্মরণ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ১৯৭৮ সালে হোয়াইটচ্যাপলে বাঙালি যুবক আলতাব আলীর নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশি ও বৃহত্তর কমিউনিটিকে জাতিগত অসহিষ্ণুতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছিলো। কমিউনিটির শান্তিপূর্ণ সহাবস্থান এবং বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর গুরুত্ব সম্পর্কে সর্বদা সচেতন থাকার শিক্ষা দিয়ে গেছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র জন বিগস একটি ভিডিও বার্তায় আলতাব আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, দিবসটি উপলক্ষে আমরা এবার জড়ো হতে না পারলেও, এখনো বিভাজন ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে তার চেতনারই প্রতিফলন ঘটছে।
তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে, ‘সাম্যের জন্য লড়াই’ নামে শিক্ষা উপকরণ বা উৎস চালু করেছে কাউন্সিল। এছাড়া ‘আলতাব আলী এন্ড দ্যা ব্যাটল অব ব্রিক লেন’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেরও প্রিমিয়ার হয়েছে। এতে বর্ণবাদ বিরোধী লড়াইয়ে আলতাব আলীর অন্যতম প্রতীকে পরিণত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
টাওয়ার হ্যামলেটসে সাম্য ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে আপনার সমর্থন জানাতে ‘ঘৃণার কোন স্থান নেই’ এই অঙ্গিকারে স্বাক্ষর করার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন।
আলতাব আলী ফাউন্ডেশনের সেক্রেটারী আনসার আহমদ উল্লাহ জানান, এ বছর করোনা পরিস্থিতির কারনে বাহ্যিক সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ