ব্রিটেনে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে, গত সোমবার ছিল ২৬৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৯২। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪০৩ জন। সোমবার (২৪ ঘণ্টায়) আক্রান্ত হয়েছিলেন ৩৮৭৭ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৫০ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫০, ওয়েলসে ১৬ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৯ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসাবে মোট মৃত্যুবরণ করেছেন ৪২৫ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন