৭ আগস্ট, ২০২০ ১৫:২৩

বাংলাদেশ ও আফ্রিকায় ইস্ট হ্যান্ডস'র কুরবানি

এএসএম মাসুম, লন্ডন প্রতিনিধি

বাংলাদেশ ও আফ্রিকায় ইস্ট হ্যান্ডস'র কুরবানি

বাংলাদেশ ও আফ্রিকায় দেড়শো পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণ করেছে ব্রিটেনভিত্তিক দাতব্য সংস্থা ইস্ট হ্যান্ডস। ইস্ট হ্যান্ডস যদিও কুরবানির জন্য কোনো আপিল করেনি তারপরও বেশকিছু ডোনেশন দিয়েছেন বাংলাদেশ ও আফ্রিকার জন্য। সেই ডোনেশন দিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুরবানির মাংস বিতরণ করা হয় প্রায় ৮০টি পরিবারের মধ্যে।

এ ছাড়া পূর্ব আফ্রিকার সোমালীল্যান্ডের রাজধানী হারগেইসার শহরতলী বস্তিতে উট ও ছাগল কুরবানি দেওয়া হয়। উট ও ছাগল প্রায় ৭০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। 

ইস্ট হ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, আমরা অনেক খুশি ছোট আকারে হলেও কিছু মানুষের মুখে কুরবানির গোস্ত তুলে দিতে পেরেছি। আমরা কুরবানির জন্য কোনো আপিল করিনি। তারপরও যেসব ডোনার আমাদের ডোনেশন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর