১৫ আগস্ট, ২০২০ ০০:১৬

'দাগনভূঞা প্রবাসী ফোরাম'র সমন্বয় সভা অনুষ্ঠিত

মালয়েশিয়া প্রতিনিধি

'দাগনভূঞা প্রবাসী ফোরাম'র সমন্বয় সভা অনুষ্ঠিত

অতি সম্প্রতি ভ্রাতৃত্বের সেতুবন্ধন স্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করা ফেনীর দাগনভূঞা উপজেলা প্রাবসীদের অনলাইন ভিত্তিক প্ল্যাটফরম দাগনভূঞা প্রবাসী ফোরাম এর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়াল আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

পৃথিবীর বিভিন্ন দেশের শাখা কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। দাগনভূঞা প্রবাসী ফোরাম যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম মারুফের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখা সভাপতি আবুল কালাম আজাদ, কাতার শাখার সভাপতি ইঞ্জিঃ মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মালয়েশিয়া শাখার সভাপতি মোঃ মহি উদ্দিন মহিন, মালয়েশিয়া সমন্বয়ক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, দুবাই শাখা সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ তারেক, সৌদি আরম রিয়াদ শাখা সভাপতি মোঃ ফজলুল হক, মদিনা শাখা সভাপতি আবু শহীদ লিটন, দাম্মাম শাখা সভাপতি সাইফ মোহাম্মদ ও আবুধাবি শাখা সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবলু প্রমুখ ।

এসময় সভায় সংগঠনের বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ । 

উল্লেখ্য, ফেনীর দাগনভূঞা উপজেলার প্রায় ৫০ হাজারেরও অধিক লোক বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন। বর্তমানে সংগঠনটির সাথে যুক্ত আছেন প্রায় ৭ হাজারের অধিক সদস্য এবং প্রতিদিনই যুক্ত হচ্ছেন অনেকে। সকলকে একি ছাতার নিছে নিয়ে এসে বিভিন্ন সমস্যায় জর্জরিত এলাকার প্রবাসীদের কল্যাণে এবং নিজ উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করাই সংগঠনটির লক্ষ্য ও উদ্যেশ্য।

গত কোরবানি ঈদে সকল শাখা কমিটি গুলোর সার্বিক সহযোগিতায় সংগঠনটি উপজেলার প্রায় ২০০টি অসহায় প্রবাসী পরিবারের মাঝে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঈদ সামগ্রী বিতরণ করে। যা সমগ্র উপজেলায় প্রশংসিত হয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর