২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে '২১ আগস্ট ২০০৪ : ইতিহাসের এক কালো অধ্যায়' শীর্ষক সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বিকেল ৬টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম।
আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান। তাকে সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার হেদায়েতুউল ইসলাম শেলী ও ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি।
অনুষ্ঠানে ইউরোপের সব দেশের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় অংশগ্রহণ করেন- জাহাঙ্গীর কবির, এম এ কাশেম, মোহাম্মদ ইদ্রিস ফরাজী, বসিরুল আলম চৌধুরী সাবু, মোস্তফা মজুমদার বাচ্চু, শাহাদাত হোসেন তপন, খন্দকার হাফিজুর রহমান নাসিম, জহিরুল ইসলাম জসিম, ডা. ফরহাদ আলী খান, মাইনুল ইসলাম, রিজভী আলম, বাবুল হাওলাদার, ইকবাল আহমেদ লিটন, হুমায়ুন কবির, মোস্তাফিজুর রহমান খান, শওকত ওসমান, কাওছার আমিন হওলাদার, মিজানুর খান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, যুবাইদুল হক সবুজ, কমরেড খোন্দকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার