বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ধাপের আক্রমণের লাগাম টেনে ধরেছে অস্ট্রেলিয়া। গত দুই মাসের মধ্যে আজকে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে। তবে মৃত্যুর মিছিল বেড়ে চলেছে গাণিতিক হারে। আজকে নতুন করে করোনাতে আক্রান্ত হয়েছে ১২০ জন, যেটা গত ৫ জুলাইয়ের পর সবচেয়ে কম আক্রান্ত।
মহামারী করোনার আক্রমণ দমাতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে চলছে কারফিউ। সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার এবং দরকারি ছাড়া বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে।
লকডাউন বা কারিফিউ মানেনি তাদের জরিমানা করা হয়েছে ২০০ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত। সরকার সর্বোচ্চ সতর্ক এবং শক্ত অবস্থান এবং বিভিন্ন প্রণোদনা প্রদানের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে জনগণকে বাড়িতে থাকতে। করোনার জন্য টেস্ট দিয়ে অপেক্ষা করতে বলা হচ্ছে বাসাতে এবং এই সময় কাজে যেতে পারছে না বলে সরকার ৪৫০ ডলার দিচ্ছে এবং যার করোনা হচ্ছে তিনি পাচ্ছেন ১৬শ ডলার।
সরকার চেষ্টা করছে সব প্রকার ব্যবস্থা নিয়ে করোনাকে বিদায় জানাতে। দ্বিতীয় ধাপে করোনার আক্রমণ বাড়লেও প্রবাসী বাংলাদেশিরা তেমন আক্রান্ত হননি। এ পর্যন্ত তিনজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে একজন চিকিৎসাধীন আছেন। করোনাতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল জলিল।
অস্ট্রেলিয়াতে করোনাতে মোট আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৯১৬ জন। সুস্থ হয়েছে ১৯ হাজার ৫৯৮জন, চিকিৎসাধীন আছে ৪ হাজার ৭৯৬ জন এবং করোনাতে আজকের ১৫ জনসহ মারা গেছে ৫১৭ জন। বর্তমানে আইসিওতে আছেন ৩৮ জন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ