যুক্তরাজ্যে সরকারি প্রচারণার অংশ হিসাবে আগামী সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ব্রিটেনবাসীদের কর্মস্থলে ফিরে যেতে উৎসাহিত করা হবে। নিয়োগ কর্তারা কোভিড-১৯ এর বিস্তার রোধে গৃহীত ব্যবস্থাগুলি তুলে ধরে কর্মীদের কাজে ফিরে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন।
এদিকে কার্ডিফ এবং সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়গুলির একাডেমিকদের গবেষণায় এক জরিপে দেখা গেছে, লকডাউনের সময় প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই বাড়িতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন একই সাথে তারা এই ভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।
পরিবহন সেক্রেটারি গ্রান্ট শাপস বলেছেন, কিছু কিছু কাজ অফিস ব্যতীত করা প্রায় অসম্ভব। এদিকে ব্যবসায়ী নেতারা আশংকা করেছেন, লোকজন অফিসে না ফিরলে সিটি সেন্টারগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।
তবে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, কর্মীরা কোথায় কাজ করছেন তার চেয়ে বেশি জরুরি কর্মচারী কীভাবে কার্য সম্পাদন করছেন তার দিকে বেশি যত্নশীল হওয়া।
প্রসঙ্গত, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রীরা এখনও কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার