২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কাতার শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কাতার সরকার। এরই অংশ হিসেবে রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
তাই গ্রেফতার এড়াতে ও দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রবাসীদের বৈধ কাগজপত্র ও ইকামা নিয়ে চলাচলের আহ্বান জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। যদি বৈধ আইডি থাকার পর আইনশৃঙ্খলা বাহিনী হাতে আটক হয় তাহলে প্রবাসীদের দূতাবাসে শরণাপন্ন হওয়া আহ্বান জানান শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান।
অন্যদিকে বৈধ লোক ধরার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রবিবার বাংলাদেশি অধ্যুষিত এলাকা নাজমা সুক হারাজসহ আশেপাশে বিভিন্ন এলাকায় সরেজমিনে পরিদর্শনে আসেন দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান।
এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথে এই সব বিষয়ে সরাসরি আলোচনা করেন এবং এই সমস্যা নিরসনে মার্কেট সিআইডি ও কাতার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই বিষয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করবেন বলে জানান।
বিডি প্রতিনিধি/ আবু জাফর