ঢাকা জেলার কেরানীগঞ্জের বাসিন্দা পর্তুগাল প্রবাসী মোহাম্মদ হাসান ও পর্তুগাল প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লার লিটন কাদরির একমাত্র মেয়ে আয়েশা আক্তার তোহার মৃত্যুতে বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পর্তুগালের লিসবনের বাঙালি অধ্যুষিত লিসবন মাল্টিকালচার একাডেমীতে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। সরকারের বিভিন্ন বিধিনিষেধ থাকায় স্বল্প পরিসরে এ আয়োজন সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে মরহুম আফতাব আহমেদ ও জহিরুল ইসলাম বাপ্পির জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি তাহের আহমদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রাজিব আল মামুন মোহন এর পরিচালনায় ছোট মসজিদের খতিব আলা উদ্দিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ারের প্রধান উপদেষ্টা শাহীন সায়েদ, সহ-সভাপতি হবিব, হাওলাদার ইফতেখার আহমদ, লস্কর নোমান, সহ-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম হাসিব,পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বাদশা, বৃহত্তর নোয়াখালী কমিউনিটির সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর, পর্তুগাল বিএনপির সহ-সভাপতি সালা উদ্দিন, সোস্যাল ওয়েলফেয়ারের সহ-সভাপতি হবিব, হাওলাদার ইফতেখার আহমদ, লস্কর নোমান, সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসিবসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম লাবলু, আবু নাঈম মো. শহিদুল্লাহ, আলো, স্বপন, লিটন কাদরীসহ প্রমুখ।
পরিশেষে বিশ্ব করোনার মহামারী থেকে রক্ষা ও পর্তুগাল প্রবাসীদের জন্য দোয়া এবং সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবু সাইদ।
বিডি প্রতিদিন/ফারজানা