নিউইয়র্কে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কস্থ তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’র উদ্যোগে ৩১ আগস্ট সোমবার আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে ‘বারবি কিউ পার্টিতে’ বিপুল-সংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটে।
এতে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ। সেক্রেটারি চট্টগ্রাম সমিতির সাবেক সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবর রহমান মজুমদার, সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মঞ্জুর আহমেদ চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন মজুমদার, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, খলকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি প্রদানের আহবান জানান।
বিডি প্রতিদিন/ আবু জাফর