হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ সংসদে পাস হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন কানাডার আলবার্টার ক্যালগেরিতে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেট প্রবাসী বাঙালিরা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিলেট প্রবাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট এসোসিয়েশন অব ক্যালগেরির প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত, প্রকৌশলী মো. আব্দুল কাদির, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী কিরণ বণিক শংকর ও উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান দীপু।
বক্তারা সংবাদ সম্মেলনে বলেন, সিলেটের উন্নয়নে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ব্যবহারের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনের শুরুতেই সারা পৃথিবীতে করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট প্রবাসী উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান দীপু।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত ১০ই সেপ্টেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ জাতীয় সংসদে উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা