১৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫১

পঞ্চমবারের মতো রিপাবলিকান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন খোরশেদ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

পঞ্চমবারের মতো রিপাবলিকান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন খোরশেদ

খোরশেদ চৌধুরী

পঞ্চমবারের মত রিপাবলিকান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বাংলাদেশি আমেরিকান খোরশেদ চৌধুরী। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৫৪ থেকে ৩ নভেম্বরের নির্বাচনে সকলের দোয়া চেয়েছেন তিনি। 

বোর্ড অব ইলেকশনের প্রশাসনিক কর্মকর্তা নোয়াখালীর সন্তান খোরশেদের নির্বাচনী এলাকায় ( ব্রুকলীনের বুশউইক, সাইপ্রেস হিলস, ইস্ট নিউইয়র্ক) বাংলাদেশি আমেরিকান দূরের কথা, দক্ষিণ এশিয়ান ভোটারের সংখ্যাও খুব কম। 

তবুও কেন বার বার লড়ছেন-এমন প্রসঙ্গের অবতারণা করলে খোরশেদ বলেন, চাকরিতে থেকেই নির্বাচনে অবতীর্ণ হচ্ছি এলাকার সকলের সাথে পরিচিত হতে। আমার এলাকাটিও ডেমোক্র্যাটদের। রিপাবলিকানের সংখ্যা খুবই কম। এজন্যে মনোনয়ন লাভে কোনো সমস্যা হচ্ছে না। সেজন্যে বারবার মাঠে নামছি লোকজনের ঘনিষ্ঠ হতে এবং দলীয় ভোটারের সংখ্যা বাড়ানোর অভিপ্রায়ে। 

তিনি বলেন, একইসাথে ডেমোক্র্যাটদের সাথেও সখ্যতা তৈরি হচ্ছে। এসবই আমার মূলধন। কয়েক বছরের মধ্যে চাকরি থেকে অবসরে গিয়ে রাজনীতিতে পুরো সময় ব্যয় করবো। তখনই নির্বাচনে বিজয়ের পথ সুগম হবে বলে মনে করছি। তাই বারবার পরাজিত হয়েও নির্বাচনী ময়দান ত্যাগ করিনি। কখনোই করবো না।

খোরশেদ চৌধুরী উল্লেখ করেন, আমি সকলধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠীর বন্ধু হতে চাই। সকলেই যেন নিজের একজন মনে করেন আমাকে-এমন পরিবেশ তৈরি হলেই নির্বাচনে দাঁড়ানোর মনোবাঞ্ছা সার্থক হবে। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর