৩০ নভেম্বর, ২০২০ ০৯:৫৪

করোনায় নভেম্বরেই সাড়ে ২৫ হাজার প্রাণহানী যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

করোনায় নভেম্বরেই সাড়ে ২৫ হাজার প্রাণহানী যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যেই দুই লাখ ৬৬ হাজারের অধিক আমেরিকানের প্রাণ ঝরেছে এবং আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত চলতি নভেম্বরেই ৪১ লাখের বেশি আমেরিকান সংক্রমিত হয়েছেন, যা আগের মাসের দ্বিগুণ বলে চিকিৎসা-বিজ্ঞানীরা উল্লেখ করেছেন।

এদিকে, স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত নভেম্বর মাসের ২৯ দিনেই করোনায় মারা গেছেন ২৫ হাজার ৫০০ জন আমেরিকান। আগের চেয়ে গত দুই সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে ১২ শতাংশ এবং মৃত্যুর হার বেড়েছে ২৯ শতাংশ। গত দুই সপ্তাহে হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি পেয়েছে ৩৮ শতাংশ।

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, একমাত্র ক্যালিফোর্নিয়া স্টেটেই গত এক সপ্তাহে এক লাখ মানুষ সংক্রমিত হয়েছে। নিউইয়র্কে করোনার নমুনা পরীক্ষার মাত্রা বাড়ায় সংক্রমণের হারও বাড়ছে। 

এদিকে, আগামী ৭ ডিসেম্বর থেকে প্রি-কে থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো। এর কয়েকদিন পর খুলবে ষষ্ঠ গ্রেড থেকে দ্বাদশ গ্রেডের ডিজেবল ছাত্র-ছাত্রীদের স্কুল।

তবে অন্যদের ক্লাস কবে নাগাদ শুরু হবে তা করোনার গতিবিধির আলোকে জানানো হবে বলে উল্লেখ করেন সিটি মেয়র। অর্থাৎ তাদের ক্লাস করতে হবে অনলাইনেই। 

সংক্রমণ রোধের স্বার্থে ‘থ্যাংকস গিভিং ডে’র অনুষ্ঠানগুলো যতটা সম্ভব সীমিত করার আহ্বানে সাড়া না দেওয়ায় ক্রমান্বয়ে ভয়ংকর আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই দেড় লাখের বেশি মানুষ সংক্রমিত হওয়ার তথ্য পাচ্ছে স্বাস্থ্য দফতর।

হাসপাতালগুলো প্রায় ভরে গেছে। কোনো কোনো সিটিতে ভ্রাম্যমাণ হাসপাতালের সংযোজন ঘটানো হচ্ছে অথবা টেন্ট বসিয়ে সিট স্থাপনের প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে।

সংক্রমণ রোগের বিশেষজ্ঞ ড. অ্যান্থনী ফাউসি রবিবার গণমাধ্যমে বলেছেন, করোনার গতি নিয়ন্ত্রিত হতে বেশি দিন লাগবে না। তবে সে পর্যন্ত সকলকে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। অন্যথায় এলাকাভিত্তিক লকডাউনের বিকল্প থাকবে না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর