মুজিববর্ষ এবং বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে কুয়েতেস্থ বাংলাদেশ দূতাবাস।
কুয়েত প্রবাসী বাংলাদেশি শতাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ঐতিহাসিক নানা কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধ-স্বাধীনতা ও বাংলাদেশের কৃষ্টি সম্পর্কিত নানা ছবি আঁকে প্রবাসী শিশু কিশোররা।
শেষে অংশগ্রহণকারীদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
অনুষ্ঠানে দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সেলর মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সেলর জহিরুল ইসলাম খান, দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর