কুয়েতে নিহত সন্দ্বীপের সাবেক ক্রিকেটার মোঃ সোহরাব হোসেন তুহিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাতারে স্বরণ সভা ও দোয়া মাহফিল করেছে কাতারস্থ প্রবাসী সন্দ্বীপবাসীরা। ২০২০ সালের ২৬ জুন একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় মোঃ সোহরাব হোসেন তুহিনের।
গতকাল শুক্রবার (২৫ জুন) বাদ জুমা দোহা জাদিদ নিউ জামান রেস্টুরেন্টে কাতারস্থ সন্দ্বীপ এসোসিয়েশন এর সভাপতি (সিআইপি) রফিকুল ইসলাম হেলাল ভুঁইয়ার সভাপতিত্বে ও কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার (বিসিকিউ)র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সন্দ্বীপ এসোসিয়েশন কাতার এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা কেপায়েত উল্লাহ ভুঁইয়া, ইঞ্জিনিয়ার আলিম উদ্দিন, কলামিস্ট নুর মোহাম্মদ (নুর) কমিউনিটি নেতা সৈয়দ আনা-মিয়া, মীশ্বরাই সমিতি কাতার এর সভাপতি নুরুল আবছার বাবুল, কাতার যুবলীগের সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসাইন ও কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ইএম আকাশ।
স্বরণ সভায় উপস্থিত ছিলেন মোঃ জামসেদ, মোঃ সেলিম রেজা, রাহেল মাহমুদ, রাসেল চৌধুরী, সাংবাদিক আমিন বেপারি, আবুল হোসেন, আহসান উল্লাহ সবজি, আব্দুল আলিম জুয়েল ও মোঃ মনির হোসেনসহ আরও অনেকেই। এসময় মরহুম সোহরাব হোসেন তুহিনের আত্মার মাগফেরাত কামনা করেন দোয়া ও মুনাজাত পরিচালনা করে মাওলানা আইয়ুব আলী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত