কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বাংলাদেশি উদ্যোক্তাদের কিরগিজস্তানে টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যাল খাতে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
গত ২৪ জুন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কাছে দেশটির রাজধানী বিসকেকে তার পরিচয়পত্র প্রদান করেন। তখন কিরগিজস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে তিনি এই আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাট, চামড়া ও অন্যান্য শিল্প খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে জানান।
আলোচনাকালে রাষ্ট্রদূত দুটি মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে নিয়মিত পর্যালোচনার জন্য ফরেন অফিস কনসালটেশন বৈঠকের বিষয়ে এম.ও.ইউ স্বাক্ষরের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বৈঠকে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেন দেশটির রাষ্ট্রপতি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ