ফ্রান্সের লাকর্নভেমিনহা গ্রুপ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ও ক্লাবের মধ্যে জার্সি বিতরণ সম্পন্ন হয়েছে। ফুটবল ম্যাচের শুরুতে দুই ক্লাবের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন মিনহা গ্রুপের চেয়ারম্যান হাসান শাহসহ কমিউনিটির নেতারা।
লাকর্নভ মাঠে মিনহা গ্রুপের আয়োজনে বি এফ সি লাকর্ণভ এবং জকিগঞ্জ ঐক্যপরিষদ এর মধ্যে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্যারিসের জনপ্রিয় বাংলাদেশি ফুটবল ক্লাব বি এফ সি লাকর্ণভ ৬ গোলে পরাজিত করে জকিগঞ্জ ঐক্য পরিষদ ফুটবল ক্লাবকে। জবাবে জকিগঞ্জ একটি গোল করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জকিগঞ্জ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মিনহা গ্রুপের চেয়ারম্যান হাসান শাহ।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা আরিফ হোসেন, রাজীব আহমদ, শ্রমিক গ্রুপের সহ-সভাপতি ইব্রাহিম হাসান, জকিগঞ্জ ঐক্য পরিষদের কার্যকরি কমিটির সদস্য কয়েছ আহমদ, বি এফ সি ফুটবল ক্লাবের উপদেষ্টা আরিফ হোসেন ইলেভেন, ষ্টার ফুটবল ক্লাবের কোচ এনামুল ইসলাম, গিয়াস উদ্দিন, লিটন আহমদ, আনোয়ার হোসেনসহ কমিউনিটির নেতারা। ফুটবল ম্যাচ পরিচালনা করেন রেফারি ফরহাদ আহমদ।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির