এক মাসেরও অধিক সময় ধরে মালয়েশিয়ায় চলছে কঠোর লকডাউন। লকডাউনে কর্মহীন অসহায় জনগণের ঘরে ঘরে খাদ্য সহায়তা ও নগদ অর্থ দিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির বিন আমজাদ।
গত তিন সপ্তাহ ধরে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে কঠোর লকডাউনের মাঝে কর্মহীন হয়ে ঘরে বসে থাকা বাংলাদেশি, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিককে এ সহায়তা দিয়ে আসছেন তিনি।
মনির বিন আমজাদ জানান, শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি এ পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার প্যাকেট খাদ্য সহায়তা দিয়েছেন । খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, পিঁয়াজ, সবজি ও তেল। এছাড়াও স্থানীয় ৩০০ পরিবারকে ছয় হাজার টাকা করে নগদ অর্থ সহায়তাও দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রায় এক মাসের মত হতে চললো মালয়েশিয়ায় চলমান কঠোর লকডাউন । লকডাউনের কবলে পড়ে কর্মহীন হয় হাজার হাজার মানুষ । ইতিমধ্যে জানতে পারি অনেকেই আছেন খাদ্য সংকটে। যাদের বড় একটি অংশ আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা। তাই সকলের কথা চিন্তা করে মানবিক উদ্দেশ্যে প্রায় ছয় হাজার মানুষের কাছে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছি। এসময় মালয়েশিয়ায় অবস্থারত সকল সামর্থ্যবান বাংলাদেশিদেরও সহযোগিতার হাত বাড়াতে সবার প্রতি অনুরোধ জানান তিনি ।
বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ জানান, বর্তমান এ সংকট মুহূর্তে এ খাদ্য সামগ্রী মানুষের অনেক উপকারে আসবে । আমাদের সভাপতি মহোদয়ের এমন মানবিক কাজ প্রশংসার দাবিদার । গত বছর লকডাউন চলা অবস্থায় সংকটে থাকা প্রবাসীদের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করলেও এবার এখন পর্যন্ত কাউকে দেখা যায়নি প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসতে। আমরা বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া নেতৃবৃন্দ তার এমন মানবিক কাজে আনন্দিত ।
বিডি-প্রতিদিন/শফিক