স্পেনের বার্সেলোনায় ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জুলাই) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহাম্মদ সারওয়ার মাহমুদ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ তার বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করে আরও বলেন, আমরা দূতাবাসের কর্মকর্তারা স্পেনে স্বল্প সময়ের কর্মযজ্ঞতে রয়েছি। দায়িত্ব পালন শেষ হলে চলে যেতে হবে। কিন্তু আপনারা প্রবাসীরা সকলেই বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিত্ব করছেন। তাই ঐক্যবদ্ধভাবে সুন্দর কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মান এ প্রবাসে অক্ষুণ্ন রাখতে হবে।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত ছিলো। আলোচনা পর্বের প্রথমেই অনুষ্ঠানের উপস্থাপক মঞ্জুরুল হাসান শুভ ‘ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন’ এর কর্মপরিকল্পনা তুলে ধরেন। আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো বেরনাউস, ইয়থ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর স্পেন শাখার প্রধান উপদেষ্টা নূরে জামাল খোকন, সভাপতি খাদিজা আক্তার মনিকা এবং সাধারণ সম্পাদক নূরে আমীন টোকন।
দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ, গান ও কৌতুক পরিবেশন করেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদা পারভীন মুন্নির সার্বিক তত্ত্বাবধানে এবং নাসরিফা হক ও ফারহানা আলম শিমুলের উপস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বটি মিলনায়তন ভর্তি দর্শক উপভোগ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি এটিএম আব্দুর রউফ মন্ডল, ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলাম, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনিসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা