প্রবাসের বীর মুক্তিযোদ্ধারা গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তমকে। সি আর দত্তের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল ২৬ আগস্ট। গত বছর এ দিন ফ্লোরিডায় ৯৩ বছর বয়সে পরলোকগমন করেন জেনারেল সি আর দত্ত। তার স্মরণে শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি। শুরুতে সকলে দঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন পঁচাত্তরের ১৫ আগস্টের কালোরাতে বঙ্গবন্ধুসহ সকল শহীদ, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং জেনারেল সি আর দত্তের আত্মার শান্তি কামনায়।
জেনারেল সি আর দত্তের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি এবং সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া, সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ এবং বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ, ফোরামের সদস্য এবং গীতিকার শামিম আক্তার শরীফ।
বিডি প্রতিদিন/ফারজানা