ফ্রান্সের স্থানীয় মসজিদগুলোতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সোমবার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্সসহ ইউরোপের মুসলিম বসবাসকারী প্রায় সব দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
ঈদ উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার-ইস্তায় ৫টি জামাত, ওভারভিলিয়েস্থ বাংলাদেশ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি জামাত, গ্রান্ড মস্ক দূ পন্তায় দুইটি জামাত এবং জাতীয় মসজিদ গ্রান্ডমস্ক দূ প্যারিসে সকাল ৮টায় ও ৮ টা ৪৫ মিনিটে ২টি জামাত অনুষ্ঠিত হয়।
ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে স্থানীয় মসজিদগুলোতে জড়ো হন বিভিন্ন দেশের নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ সকল দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে বিশ্বের মানুষের শান্তি কামনায় ও করোনাভাইরাসের প্রতিরোধে দোয়া করা হয়। নামাজ শেষে দেশে থাকা স্বজনদের কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরা।
রাজধানী প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য প্রধান শহর তুলুজ, মার্সেই, লিল সহ বেশ কয়েকটি শহরেও বাংলাদেশি প্রবাসীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর